Study Smart Course Review - পড়ালেখা করার স্মার্ট উপায় না জানলে পড়ালেখা খুবই হতাশা জনক হতে পারে। কিন্ত পড়ালেখা করার স্মার্ট উপায় আমরা বেশিরভাগই জানি না। আমরা মনে করি কেবল বেশি বেশি পড়াশোনা করলেই আমরা ভালো ফলাফল করতে পারবো। কিন্তু "স্টাডি হার্ড" এর চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হলো "স্টাডি স্মার্ট"। আর এই স্মার্ট স্টাডির নিয়ম ও পড়াশোনার রুটিন দিয়ে সাহায্য করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এই ''Study Smart'' কোর্সটি। আজকে আমরা এই Study Smart Course নিয়েই আলোচনা করবো।
কোর্সের নামঃ Study Smart
শিক্ষকঃ Seeam Shahid Noor [Bachelor's in Applied Math, Harvard University।Educational Content Creator । Product Strategy, IBM]
কোর্স ডিসক্রিপশনঃ Learn how to study smartly and efficiently without wasting hours on your study table for good grades!
এবার আমরা Study Smart Course Review এ এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো যে এই কোর্স কাদের করা উচিত, এই কোর্স থেকে আমরা কী কী শিখবো। এই কোর্স এর বৈশিষ্ট্য গুলো কী কী। এই কোর্স করলে আমরা কী কী পেতে পারি। এই কোর্স টি কেন আলাদা এবং আসলেই আমাদের এই কোর্স করা উচিত কিনা।
Study Smart কোর্স টি কাদের জন্য?
Study Smart কোর্স টি মূলত সব শিক্ষার্থীরাই করতে পারবে তবে এই কোর্সটি কিছু বিশেষ ধরণের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। যেমনঃ
- যারা পড়াশোনাকে কঠিন মনে করে ভয় পায়।
- যারা পড়াশোনার ভীতিটাকে কাটাতে চায়।
- পড়া মনে রাখতে যাদের সমস্যা হয়।
- যারা ভবিষ্যতে ভালো করতে চায়।
- যাদের স্মার্ট উপায়ে পড়াশোনা করার পদ্ধতি জানা প্রয়োজন।
- যারা সায়েন্টিফিকভাবে পড়াশোনা করতে চায়।
- যারা আরও ভালোভাবে পড়াশোনা করতে চায়।
স্টাডি স্মার্ট কোর্স টি থেকে আমরা কী কী শিখবো?
স্টাডি স্মার্ট কোর্স থেকে আমরা যে যে জিনিস শিখতে পারবো তা হলোঃ
- কীভাবে দ্রুত পড়া শেষ করা যায়
- কীভাবে দীর্ঘদিন পড়া মনে রাখা যায়
- নিয়মমাফিক পড়াশোনা করার কৌশল
- সায়েন্টিফিকভাবে প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল।
- পড়ালেখায় ঘাটতি তৈরি হলে সেই ঘাটতি থেকে বেরিয়ে আসার উপায়।
এছাড়া পড়াশোনা করার নানা রকম কার্যকরী কৌশল এবং পড়াশোনার চাপ সামলানোর উপায় মিলবে এই কোর্সে।
Study Smart কোর্স এর বৈশিষ্ট্য গুলো কী কী?
Study Smart কোর্স এর বৈশিষ্ট্য গুলো হলোঃ
- কোর্সটি তৈরি করা হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে এই কোর্সটি করতে পারবেন।
- কোর্স টি অনলাইনে হওয়ায় শেখা যাবে যখন খুশি যেখানে খুশি, নিজের ফোনের মাধ্যমেই।
- এই কোর্সে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে পড়াশোনা করা যায় তা শেখা যাবে।
Study Smart Course থেকে আমরা কী কী পেতে পারি?
Study Smart Course থেকে আমরা যে যে জিনিস গুলো পাবো তা হলোঃ
- মোট ২২ টি ভিডিও লেকচার।
- নিজেকে যাচাই করার মোট ৪ সেট কুইজ।
- প্রতিটি ক্লাসের ওপর রয়েছে একটি করে মোট ২২ টি নোট।
- নিজে করার জন্য মোট ৭ টি অ্যাসাইনমেন্ট
- কোর্সটি সফলভাবে শেষ করলে সবার জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট!
এছাড়াও কোর্স টি কেনার পর থেকে পরবর্তি ৬ মাস পর্যন্ত টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এই কোর্সের অ্যক্সেস পাওয়া যাবে।
স্টাডি স্মার্ট কোর্স টি কেন আলাদা?
বর্তমানে অনলাইনে বিভিন্ন গতানুগতিক সেসব কোর্স রয়েছে সেসব থেকে স্টাডি স্মার্ট কোর্স টি যে যে কারণে আলাদা তা হলোঃ
- এই কোর্সে রয়েছে পরীক্ষার ভয় কাটানোর কৌশল।
- এই কোর্স এ সায়েন্টিফিক উপায়ে পড়াশোনা করার উপায় বলা হয়েছে।
- এই কোর্সে রয়েছে অভিজ্ঞ শিক্ষক।
Study Smart কোর্সটির মূল্য কত?
Study Smart কোর্সটির মূল্য ৯৫০ টাকা। ৯৫০ টাকা দিয়ে অনলাইনে, ঘরে বসেই এই কোর্সটি সম্পন্ন করা যাবে।
Study Smart কোর্সটি কমপ্লিট করে কি সার্টিফিকেট পাওয়া যাবে?
হ্যাঁ Study Smart কোর্সটি কমপ্লিট করলে একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট পাওয়া যাবে। Study Smart কোর্স টিতে ভিডিও, কুইজ, নোট এবং অ্যাসাইনমেন্ট এই ৪ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও লেকচার গুলো দেখতে হবে এবং প্রতিটি লেকচারের শেষে যে কুইজ গুলো রয়েছে সেখানে সবগুলো কুইজে অংশ নিতে হবে। অন্য যে ২ ধরণের কনটেন্ট রয়েছে সেগুলো শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে।
Study Smart কোর্সটির সার্টিফিকেট দিয়ে কী করা যাবে?
Study Smart কোর্সটির সার্টিফিকেট আপনি-
- আপনার সিভিতে যোগ করতে পারবেন
- লিংকডইন প্রোফাইলে সরাসরি শেয়ার করতে পারবেন
- ফেসবুকে এক ক্লিকেই শেয়ার করতে পারবেন।
স্টাডি স্মার্ট কোর্সের সার্টিফিকেট |
Study Smart Course কি আসলে আমাদের করা উচিত?
আমরা Study Smart Course review এ কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম। টেন মিনিট স্কুলের Study Smart Course টি একটি ব্যতিক্রম ধর্মী কোর্স। এই কোর্সটি করার মাধ্যমে আসলেই স্মার্ট উপায়ে পড়্রাশোনা করার উপায় শেখা সম্ভব। আপনি যদি অনেক ভালোভাবে স্মার্ট উপায়ে পড়াশোনা করতে চান, এই কোর্সটি আপনার অবশ্যই করা উচিত।
Study Smart কোর্স টি কীভাবে কিনবো?
- প্রথমে এই লিংক এ ক্লিক করে "কোর্সটি শুরু করুন" বাটনে প্রেস করুন।
- এরপর আপনি যেই ফোন নম্বর বা ইমেইল দিয়ে কোর্সটি কিনতে চান সেটি প্রদান করে “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নাম্বার বা ইমেইল দিয়ে “কোর্সটি কিনুন” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করতে চান তা নির্বাচন করুন।
- এরপর আপনাকে পেমেন্ট সেকশনে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার পেমেন্ট করতে পারবেন।
Study Smart কোর্সটি কেনার পর কীভাবে সম্পন্ন করবো?
পেমেন্ট সফলভাবে সম্পন্ন করার পর আপনার একাউন্টে “আপনার কোর্সসমূহ” সেকশনে কোর্সটি চলে আসবে। সেখান থেকে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করার মাধ্যমে কোর্স টি শুরু করতে হবে এবং সবগুলো লেসন, কুইজ শেষ করার মাধ্যমে কোর্সটি সম্পন্ন করতে হবে। এটি সফলভাবে সম্পন্ন করার পর পেয়ে যাবেন একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট।
স্টাডি স্মার্ট কোর্স রিভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা স্টাডি স্মার্ট কোর্স কিনতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ এ মেজেস দিন অথবা [email protected] এ মেইল করুন। আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো।
একটি মন্তব্য পোস্ট করুন