ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স রিভিউ । Ghore Bose Spoken English Course Review

Ghore Bose Spoken English Course Review - একাডেমিকস, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ জীবনের অনেক ক্ষেত্রে আমাদেরকে ইংরেজি জানতে হয়। এসব ক্ষেত্রে সাফল্য লাভের জন্য ইংরেজির দক্ষতা অনেক বেশি প্রয়োজন। আমরা অনেকেই বিদেশে যাওয়ার জন্য, চাকরীর জন্য, ইউনিভার্সিটির জন্য ইংরেজিতে কথা বলা শিখতে চাই। কিন্ত স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রে আমাদের ভয় কাজ করে ফলে আমরা ভালোভাবে শিখতে পারি না। এই ভয় কে কাটিয়ে উঠে স্পোকেন ইংলিশ শিখতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে "ঘরে বসে Spoken English". আজকে আমরা এই Ghore Bose Spoken English Course নিয়ে আলোচোনা করবো।


ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স রিভিউ । Ghore Bose Spoken English Course Review


কোর্সের নামঃ ঘরে বসে Spoken English

শিক্ষকঃ Munzereen Shahid [MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5]

কোর্স ডিসক্রিপশনঃ Learn spoken English online. 80+ video lessons, quizzes, and notes to help you speak fluently in English.


এবার আমরা Ghore Bose Spoken English Course Review এ এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো যে এই কোর্স কাদের করা উচিত, এই কোর্স থেকে আমরা কী কী শিখবো। এই কোর্স এর বৈশিষ্ট্য গুলো কী কী। এই কোর্স করলে আমরা কী কী পেতে পারি। এই কোর্স টি কেন আলাদা এবং আসলেই আমাদের এই কোর্স করা উচিত কিনা।


ঘরে বসে Spoken English কোর্স টি কাদের জন্য?

ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টি মূলত সবাই করতে পারবে তবে এই কোর্সটি  কিছু বিশেষ ধরণের মানুষের জন্য তৈরি করা হয়েছে। যেমনঃ

  • যারা সবার সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়।
  • যারা ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে চায়।
  • প্রেজেন্টেশনে কথা বলতে যাদের সমস্যা হয়।
  • যারা IELTS এর Speaking Test এ ভালো করতে চায়।
  • যাদের ইংলিশে সাবলীলভাবে কথা বলার জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন।
  • যারা নিয়মিত ব্যবহার করা ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ জানতে চায়।
  • যারা ইংরেজিতে আরও ভালোভাবে কমিউনিকেশন করতে চায়।


ঘরে বসে Spoken English কোর্স টি থেকে আমরা কী কী শিখবো?

ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স থেকে আমরা যে যে জিনিস শিখতে পারবো তা হলোঃ

  • কীভাবে নিজের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানো যায়।
  • কীভাবে ইংরেজিতে ভয় কাটানো যায়।
  • কোনো জড়তা ছাড়াই কীভাবে দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলা যায়।

এছাড়া ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, ইংরেজি উচ্চারণ, ইংরেজিতে উপস্থাপনা করা, ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়া, অফিসের কথাবার্তা, চাকরি/ভিসার ইন্টারভিউ সব পরিস্থিতিকে ইংরেজিতে সামলানোর উপায় মিলবে এই কোর্সে।


ঘরে বসে Spoken English কোর্স এর বৈশিষ্ট্য গুলো কী কী?

ঘরে বসে স্পোকেন ইংলিশ এর বৈশিষ্ট্য গুলো হলোঃ

  • কোর্সটি তৈরি করা হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে এই কোর্সটি করতে পারবেন।

  • কোর্স টি অনলাইনে হওয়ায় শেখা যাবে যখন খুশি যেখানে খুশি, নিজের ফোনের মাধ্যমেই।

  • গ্রামার মুখস্ত ছাড়াই স্পোকেন ইংলিশ শেখা যাবে।

  • এই কোর্সে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে যেখানে ইংরেজি প্রয়োজন তার উপর জোর দেয়া হয়েছে।

Ghore Bose Spoken English Course এর শিক্ষিকা, মুনজেরিন শহীদ দীর্ঘ সময় ধরে ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি ২০২১ সালে পূর্ণ স্কলারশিপ নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষার ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর শুরু করেছেন। তার এত বছরের ইংরেজি শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফলের ওপর ভিত্তি করে এই কোর্সটি তৈরি করা হয়েছে।


ঘরে বসে Spoken English কোর্স থেকে আমরা কী কী পেতে পারি?

ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স থেকে আমরা যে যে জিনিস গুলো পাবো তা হলোঃ

  • মোট ৮৩ টি ভিডিও লেকচার।
  • নিজেকে যাচাই করার জন্য প্রতিটি লেকচারের ওপর একটি করে কুইজ।
  • যাদের ভিডিও দেখতে সমস্যা তাদের জন্য রয়েছে প্রতিটি ক্লাসের ওপর অডিও লেকচার।
  • প্রতিটি ক্লাসের ওপর রয়েছে একটি করে নোট এবং শব্দ গুলো ভালোভাবে শেখার জন্য রয়েছে ভোকাবুলারি ফ্লাশ কার্ড।

  • কোর্সটি সফলভাবে শেষ করলে সবার জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট!

এছাড়াও কোর্স টি কেনার পর থেকে পরবর্তি ৬ মাস পর্যন্ত টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এই কোর্সের অ্যক্সেস পাওয়া যাবে।


ঘরে বসে Spoken English কোর্স টি কেন আলাদা?

বর্তমানে অনলাইনে স্পোকেন ইংলিশ শেখার জন্য বিভিন্ন কোর্স পাওয়া যায়। সেসব কোর্স থেকে ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টি যে যে কারণে আলাদা তা হলোঃ

  • এই কোর্সে গ্রামার ছাড়া বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে যে যে ইংরেজি প্রয়োজন তা শেখানো হয়েছে।
  • এই কোর্স এ মুখস্ত বিদ্যা বাদ দিয়ে কোনো শব্দ কে বুঝে তার প্রয়োগ নিয়ে আলোচোনা করা হয়েছে।
  • এই কোর্সে রয়েছে অভিজ্ঞ শিক্ষিকা।


ঘরে বসে Spoken English কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পাওয়া যাবে?

ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টিতে ভিডিও, কুইজ, ট্রান্সক্রিপ্ট, নোট এবং অডিওবুক এই ৫ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও লেকচার গুলো দেখতে হবে এবং প্রতিটি লেকচারের শেষে যে কুইজ গুলো রয়েছে সেখানে সবগুলো কুইজে অংশ নিতে হবে। অন্য যে ৩ ধরণের কনটেন্ট রয়েছে সেগুলো শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে।


ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স রিভিউ । Ghore Bose Spoken English Course Review
ছবিঃ কোর্সের সার্টিফিকেট


ঘরে বসে Spoken English কোর্সটি কি আসলে আমাদের করা উচিত?

আমরা ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স রিভিউ এ কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম। এখন আমাদের দেশে এমন অনেক বই বা অ্যাপ্স পাওয়া যায় যেখানে বলা হয় আপনি মাত্র ৩০ দিনে ইংরেজি শিখতে পারবেন। কিন্ত বাস্তবে তা কখনোই সম্ভব নয়। তবে টেন মিনিট স্কুলের Ghore  Bose Spoken English Course টি এ ক্ষেত্রে ব্যতিক্রম। এই কোর্সটি করার মাধ্যমে আসলেই ইংরেজিতে কথা বলা শেখা সম্ভব। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার অবশ্যই করা উচিত।


ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স টি কীভাবে কিনবো?

Ghore Bose Spoken English Course টি খুব সহজেই কেনা যায়। এটি কেনার জন্যঃ

  • প্রথমে এই লিংক এ ক্লিক করে "কোর্সটি শুরু করুন" বাটনে প্রেস করুন।
  • এরপর আপনি যেই ফোন নম্বর বা ইমেইল দিয়ে কোর্সটি কিনতে চান সেটি প্রদান করে “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।

  • আপনার মোবাইল নাম্বার বা ইমেইল দিয়ে “কোর্সটি কিনুন” অপশনে ক্লিক করুন। 

  • আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করতে চান তা নির্বাচন করুন।
  • এরপর আপনাকে পেমেন্ট সেকশনে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার পেমেন্ট করতে পারবেন।


ঘরে বসে Spoken English কোর্সটি কেনার পর কীভাবে সম্পন্ন করবো?

পেমেন্ট সফলভাবে সম্পন্ন করার পর আপনার একাউন্টে “আপনার কোর্সসমূহ” সেকশনে কোর্সটি চলে আসবে। সেখান থেকে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করার মাধ্যমে কোর্স টি শুরু করতে হবে এবং সবগুলো লেসন, কুইজ শেষ করার মাধ্যমে কোর্সটি সম্পন্ন করতে হবে। এটি সফলভাবে সম্পন্ন করার পর পেয়ে যাবেন একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট।

কোর্সের লিংক/link/button


কোর্সের শিক্ষার্থীরা যা বলছে

ইংরেজি ভাষায় কথোপকথন শেখা শুরু করার ভীতি থেকে মুক্ত করতে অনেক উপকারী ছিল। মুনজারিন শহীদ আপুর সহজ বলা ও বোঝানোর ভঙ্গী আমাকে Spoken English শিখতে আরো আগ্রহী করেছে।

- Shareef Mahmud

আমার একই সাথে ইংরেজি ও ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে নেয়ার প্রথম Instructor হলো এই ১০ মিনিট স্কুল,আমি ঘরে বসে স্পোকেন ইংলিশ ও জয়িতা আপুর ফ্রিল্যান্সিং কোর্সটি করছি। একটা কথা না বললেই নয় ফ্রিল্যান্সিং কোর্সটি করে আমার কেন জানি মনে হচ্ছে আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবই পারবো ইনশাআল্লাহ।

- Aryan Mahmud Mizan

"Ghore Bose Spoken English" কোর্সটি করে বুঝতে পারলাম শত শত গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই, দরকার কৌশল এর। বিভিন্ন পরিস্থিতিতে ভীতি কাটিয়ে খুব সহজেই কীভাবে English এ কথা বলা যায় তা শিখতে পেরেছি। মুনজারিন শহীদ আপুর মত দক্ষ শিক্ষকের জন্যই সম্ভব হয়েছে গ্রামার আয়ত্তের কৌশলগুলি শিখা ও তা বাস্তবে প্রয়োগ করা।

- Khama Rani Bose

Ghore Bose Spoken English Course করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি । এই কোর্সটা আমাকে পেশাগত জীবনে অনেক সাহায্য করছে।

- Sajid Hasan Sujon


ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স রিভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স কিনতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ এ মেজেস দিন। আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো।

Post a Comment

নবীনতর পূর্বতন